সিদ্ধিদাতা গণেশের পূজাবিধিঃ ও মাহাত্ম্য


 "এক দন্তং মহাকায়ং লম্বোদর গজাননং"।হিন্দু ধর্মের এক আরাধ্য দেবতা গণেশ।গণেশ চতুর্থী সিদ্ধিদাতা গণেশের পূজার দিন।গণেশ চতুর্থী ছাড়াও বছরের যেকোনোদিন যেকোনো পুজোর আগে সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয়।

    পুরাণমতে শিব ও পার্বতীর পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা।সকল ধর্ম বিশ্বাসী হিন্দুরা মনে করেন যে এই দিন গজানন তাঁর ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত্যে অবতীর্ণ হন।মানুষের কল্যানে তিনি আশীর্বাদ দান করেন।এই উৎসব বিনায়ক চতুর্থী নামেও পরিচিত।দেশের বিভিন্ন স্থানে মহা সমারোহে সিদ্ধিদাতার পুজো করা হয়।

    হিন্দু পঞ্জিকামতে ভাদ্রমাসের শুক্লা চতুর্থীতে ভগবান গণেশের পুজো করা হয়।১০ দিন ব্যাপী উৎসবের সমাপ্তি হয় অনন্ত চতুর্দশীর দিন।গণেশের অপার নাম বিঘ্নহর্তা কারণ তিনি তার ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন।হিন্দু চন্দ্র ও সৌর ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসে গণেশ পুজোর আয়োজন করা হয়।গণেশ পুজো ব্যাড দিয়ে কোনো পুজোই সম্পন্ন হয় না।কথিত আছে সমস্ত শুভ কাজের শুরু সিদ্ধিদাতা গণেশের নাম নিয়ে করলে তা সফল হয়।

    গণেশ চতুর্থীর দিন সারা দেশে খুব ঘটা করে গণেশ পুজো করা হয়।মহারাষ্ট্র ও গুজরাটে ১০ দিন ব্যাপী চলে এই উৎসব।

গণেশ পূজার মন্ত্র- ওঁ গাং গণেশায় নমঃ 

    প্রত্যহ সকালে এই মন্ত্র ১০৮ বার উচ্চারণ করলে পুরোদিন খুব ভালো যায়।

প্রণাম মন্ত্র- ওঁ একদন্তং মহাকায়ং লম্বোদর-গজাননং ।

                    বিঘ্নবিনাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম ॥

গণেশের বন্দনা- গজেন্দ্র বদন তব পার্বতীনন্দন। সর্বপূজ্য তুমি দেব মুষিক বাহন॥ অতি স্থূল দেহ প্রভু লম্বোদর তব। চতুর্ভুজ তুমি দেব অতুল বৈভব॥ শংকর তনয় তুমি সিন্দুর বরণ। সকলের অগ্রে হয় তোমার পূজন॥ সর্বসিদ্ধিদাতা ব'লে সবার বরেণ্য। তুমি তুষ্ট যার প্রতি সেই জন ধন্য॥ ওহে আদি দেব তুমি দোয়ার সাগর। দীন হীন এ অজ্ঞানে করুনা বিতর॥ তোমাকে পুজিয়ে জীব হয় পূর্ণকাম। তোমার চরণপদ্মে করি হে প্রণাম॥ অগতির গতি তুমি নিরাশার আশা। অন্য কিছু নাহি মম তুমিই ভরসা॥ তোমার চরণে মম এই অভিলাষ। নিজগুনে কৃপা করি পূর্ণ কর আশ॥

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ