তীর্থভ্রমনে মোক্ষলাভ (চারধাম)

চারধাম :- 

১. শ্রীবদ্রীনাথধাম-
 দর্শনীয়- আদি শংকরাচার্য প্রতিষ্ঠিত কালো পাথরের তৈরী মূর্তি।
     যাত্রাপথ-  উত্তরপ্রদেশের হৃষিকেশ থেকে বাসে করে  শ্রীবদ্রীনাথধাম যাওয়া যায়। হিমালয়-নারায়ণ পর্বতের পাদদেশে অবস্থিত।

২. শ্রীদ্বারকাধাম - 
 দর্শনীয়- গোমতী সাগর সৈকতে বদ্বীপের মধ্যে শ্রীকৃষ্ণ মন্দির।
    যাত্রাপথ- গুজরাটের ভিরঙ্গম স্টেশন থেকে মহেশনা ওখা লাইনে গাড়িতে করে দ্বারকা যাওয়া যায়। গোমতী নদীর তীরে দ্বারকাধীশের মন্দির। মুম্বাই শহর থেকে সমুদ্র পথেও যাওয়া যায়।  



৩. শ্রীজগন্নাথধাম (পুরী )-
 দর্শনীয়- এখানে দারু নির্মিত শ্রীজগন্নাথ, শ্রীবলভদ্র এবং শ্রীসুভদ্রা দেবীর মূর্তি প্রতিষ্ঠিত আছে। 
       যাত্রাপথ- কলকাতা ও হাওড়া স্টেশন হইতে সরাসরি ট্রেনে  যাওয়া যায়।  সরকারি ও বেসরকারি বহু বাসও আছে। ওড়িশার অন্যান্য শহরের সঙ্গে নিয়মিত বাস যোগাযোগ আছে।  সমুদ্র তীরের নিকটে অতি প্রাচীন ও বৃহৎ মন্দির।


৪. শ্রীরামেশ্বরমধাম-
দর্শনীয়-  ভগবান শ্রীরামচন্দ্র প্রতিষ্ঠিত শিবলিঙ্গ এখানকার মন্দিরে প্রতিষ্ঠিত।
     যাত্রাপথ- তামিলনাড়ুর মাদুরাই থেকে ট্রেনে শ্রীরামেশ্বরম দক্ষিণ রেলওয়ের শেষ স্টেশন।এই মন্দির ভারতের তৃতীয় বৃহত্তম মন্দির ও সমুদের মধ্যে এক দ্বীপে অবস্থিত এই দ্বীপ মূল ভূখণ্ডের সাথে পামবাম-ক্যানেল রেলওয়ে পনটুন্ ব্রীজ দ্বারা যুক্ত।
                                                              

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ