শালগ্রাম শিলায় নারায়ণ পূজা বিধিঃ

 


ব্রাহ্মণ ভিন্ন কাহারও এই পূজায় অধিকার নেই।নারায়ণ পূজাকালে বৈষ্ণব তিলক সংস্কৃত তুলসীমালা ধারণ করিতে হয়।একত্রে দুইটি শালগ্রাম শিলা, দুইটি শিবলিঙ্গ বা দুইটি শক্তি মূর্তি রাখা নিষিদ্ধ।যদি থাকে পৃথকভাবে পূজা করিতে হয়।তিন বা ততোধিক শিলা একত্রে থাকিলে, এক পূজাতেই কার্য শেষ হয়।ভগ্ন, স্ফুটিত (ফাটা), অঙ্গহীন, শাস্ত্রোক্ত পরিমান হীন, কুষ্ঠরোগী প্রভৃতির পৃষ্ট, দূষিত স্থানে পতিত ও শিশু স্পৃষ্ট মূর্তিকে পূজা করা যাইবে না।কিন্তু শালগ্রাম শিলা চক্র নষ্ট না হইলে ভাঙ্গা, টুকরা ও ফাটা হইলেও পূজা করা যাইবে।যথা-

বরাহপুরাণে---

    শালগ্রাম শিলা ভগ্না পূজনীয়া সচক্রিকা।খণ্ডিতা স্ফুটিতা বাপি শালগ্রাম শিলা শুভা।।স্পর্শদোষ ঘটিলে পঞ্চগব্যে স্নান করাইতে হয়।নিবেদিত পুস্প দ্বারা দেবতাকে সজ্জিত করবেন না।

নারায়ণ পূজার প্রণালী--

    পূজা পদ্ধতি দৃষ্টে আমচমনাদি কার্য্য সমাধান করিয়া, পরে ঘন্টাধ্বনি সহকারে নিম্নোক্ত মন্ত্রে শালগ্রাম শিলাকে স্নান করবেন।
যথা- ওঁ সহস্রশীর্ষা পুরুষ সহস্রপাৎ।সভূমিং সর্ব্বতঃ স্পৃত্ত্বা অত্যাতিষ্ঠদ্দশাঙ্গুলম।।    

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ