দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও অন্যান্য প্রসিদ্ধ শিবলিঙ্গ

 


যে সব শিবলিঙ্গস্বয়ম্ভু আছেন -- অর্থাৎ যাঁদের বিধিবদ্ধভাবে কেউই প্রতিষ্ঠা করেননি এবং যাঁরা অতিপ্রাচীনকাল থেকে পূজিত এবং নিজেই স্বয়ং শিবলিঙ্গরূপে প্রকট হইয়াছেন, সেই সব শিবলিঙ্গকে জ্যোতির্লিঙ্গ বলা হয়।জ্যোতির্লিঙ্গ সমূহঃ-

১. শ্রী সোমনাথ 

    রাজ্য- গুজরাট 

২. শ্রী মল্লিকার্জুন 

     রাজ্য- তামিলনাড়ু 

        স্থান- কৃষ্ণা নদীর তীরে।

৩. শ্রী মহাকাল 

    রাজ্য- মধ্যপ্রদেশ

        স্থান- উজ্জয়িনী শহরের মধ্যে।

৪. শ্রী ওঙ্কারেশ্বর বা অমরেশ্বর 

     রাজ্য- মধ্যপ্রদেশ 

        স্থান- ওঙ্কারেশ্বর রোড, নর্মদা নদীর মাঝে মন্দির অবস্থিত।

৫. শ্রী কেদারনাথ 

     রাজ্য- উত্তরপ্রদেশ 

        স্থান- হিমালয় পর্বত।

৬. শ্রী ভীমশঙ্কর 

     রাজ্য- মধ্যপ্রদেশ 

        স্থান- নাসিকের কাছে।

৭. শ্রী বিশ্বেশ্বর 

     রাজ্য- উত্তরপ্রদেশ 

        স্থান- মহাতীর্থ বারাণসীতে অবস্থিত।

৮. শ্রী বৈদ্যনাথ 

     রাজ্য- বিহার 

        স্থান- যোশিডী 

৯. শ্রী নাগেশ্বর 

     রাজ্য-গুজরাট 

        স্থান- দ্বারকার কাছে অবস্থিত।

১০. শ্রী এম্ব্যকেশ্বর 

     রাজ্য- গুজরাট 

        স্থান- নাসিকের পঞ্চবটির কাছে অবস্থিত।

১১. শ্রী রামেশ্বরম'

     রাজ্য- তামিলনাড়ু 

        স্থান- রামনাথপুর জেলাতে অবস্থিত।

১২. শ্রী ঘুশ্মেশ্বর 

     রাজ্য- মহারাষ্ট্র 

        স্থান- ওরঙ্গাবাদের কাছে অবস্থিত।

  • অন্যান্য প্রসিদ্ধ শিবলিঙ্গ :

. পশুপতিনাথ

    স্থান- নেপাল 

২. সুন্দরেশ্বর 

   স্থান- মাদুরা 

৩. কুম্ভেশ্বর

    স্থান- কুম্ভকোনম 

৪. বৃহদীশ্বর

    স্থান- তাঞ্জোর 

৫. পক্ষীতীর্থ

    স্থান- চাঙ্গালপেট 

৬. মহাবালেশ্বর

    স্থান- পুনা

৭. অমরনাথ 

    স্থান- কাশ্মীর 

৮. বৈদ্যনাথ

    স্থান- কাংড়া 

৯. তারকেশ্বর     

    স্থান- পশ্চিমবঙ্গ 

১০. ভুবনেশ্বর 

    স্থান-ওড়িশা 

১১. কণ্ডরিয়া শিব 

    স্থান- খাজুরাহো 

১২. একলিঙ্গ     

    স্থান- উদয়পুর 

১৩. গৌরীশঙ্কর 

    স্থান- জব্বলপুর 

১৪. হরীশ্বর 

    স্থান- মানস সরোবরে 

১৫. ব্যাসেশ্বর 

    স্থান- বারাণসীর কাছে 

১৬. মধ্যমেশ্বর 

    স্থান- কাশী 

১৭. হাটকেশ্বর 

    স্থান- বড়নগরু 

১৮. মুক্ত পরমেহ্বর 

    স্থান- অরুণাচল 

১৯. প্রতীগেশ্বর

    স্থান- ক্ৰৌঞ্চ পর্বত 

২০. কপালেশ্বর 

    স্থান- ক্ৰৌঞ্চ পর্বত 

২১. কুমারেশ্বর 

    স্থান- ক্ৰৌঞ্চ পর্বত 

২২. সর্বেশ্বর     

    স্থান- চিতোর 

২৩. স্তম্ভেশ্বর 

    স্থান- চিতোর জয়স্তম্ভ 

২৪. অজয় অমরেশ্বর 

    স্থান- মহেন্দ্র পর্বত 

২৫. একাম্রনাথ 

    স্থান- শিবকাঞ্চী 

২৬.জম্বুকেশ্বর 

    স্থান- ত্রিচীনাপল্লী 

২৭. তেজলিঙ্গ 

    স্থান- চিদাম্বরম, বিল্লুপুরম 

২৮. কালহস্তীশ্বর 

    স্থান- অন্ধ্রের তিরুপতি মন্দিরের কাছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ