শিবপূজার বিধিঃ

 


    মৃত্তিকা নির্মিত শিবপূজা বিধিঃ- (দুইটি শিবলিঙ্গ একত্র রাখিয়া পূজা করিতে হয়।একটির পূজা হইলে পরে আর একটিনির্মাণ করিয়ে পূজা করিতে হয়)।

    অঙ্গুষ্ঠ পরিমিত সবজ্র শিবলিঙ্গ নির্মাণ করিয়া উত্তরদিকে পিনাক স্থাপন ও বিল্বপত্রদ্বারা তদগাত্রমার্জ্জনপূর্বক ঐ পত্রের মধ্যদলের সোজা পৃষ্ঠের উপর বসাইতে হয় (তাম্র, কাংস্য, স্বর্ণ বা রৌপ্য পাত্রে শিবপূজা প্রশস্ত) ও স্বয়ং উত্তরাস্য হইয়া বসিতে হয়।ভস্ম বা মৃত্তিকা দ্বারা কপালে ত্রিপুন্ড্রক (অর্ধ চন্দ্রাকৃতি) এবং রুদ্রাক্ষের মালা ধারণ করিয়া শিবপূজা করিতে হয়।'ওঁ হরায় নমঃ' বলিয়া শিবের মস্তকে কিঞ্চিৎ জল দিয়া বজ্র নামাইয়া পিনাকের ওপর রাখিতে হয়।'ওঁ মহেশ্বরায় নমঃ' বলিয়া শিবের মস্তকটি একটু টিপিয়া গঠন করিতে হয়।'ওঁ শূলপাণে ইহ সুপ্রতিষ্ঠিত ভব' বলিয়া লিঙ্গের ওপর আতপ চাল দিয়া প্রতিষ্ঠা করিতে হয়।

    শিবের ধ্যান- 'ওঁ ধ্যায়েন্নিত্যং মহেশং-রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং, রত্নাকল্লোজ্জ্বলঙ্গং পরশুমৃগবরাভীতিহস্তং প্রসন্নং, পদ্মাসীনং সমস্তাৎ স্ত্ততমমরগনৈর্ব্যাঘ্রকৃত্তিং বসানং, বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্ত্ৰং ত্রিনেত্রম।।এইরূপ ধ্যান করিয়া আবাহনাদি পঞ্চমুদ্রার দ্বারা আবাহন করিতে হয়।

     পঞ্চমুদ্রা যথা- ১. চিৎভাবে অঞ্জলি করিয়া উভয় অঙ্গুষ্ঠ উভয় অনামিকার মুলে যোগ করিতে হয়।

                        ২. এইরূপ অঞ্জলীকে অধোমুখে করিতে হয়।

                        ৩. অঙ্গুষ্ঠদ্বয় উচ্চ করিয়া উভয় মুষ্ঠি মুখোমুখি করিয়া যোগ করিতে হয়।

                        ৪. এইরূপ মুষ্টিদ্বয়ের মধ্যে অঙ্গুষ্ঠদ্বয়কে প্রবেশ করাইতে হয়।

                        ৫. এইরূপ মুষ্ঠিদ্বয়কে চিৎ করিয়া ধরিতে হয়।

    মন্ত্র যথা- ওঁ পিণাকধৃক ইহাগচ্ছ, ইহতিষ্ঠ, ইহ সন্নিধেহি, ইহ সন্নিরুধ্যস্ব, অত্রাধিষ্ঠানং কুরু (করজোড়ে) স্থাং স্থীং স্থির ভব মম পূজাং গৃহাণ।

    শিবের স্নান  মন্ত্র- 'ইদং স্নানিয়োদকং ওঁ পশুপতয়ে নমঃ', এই মন্ত্রে কেবল জলদ্বারা শিবকে তিনবার স্নান করাইতে হয়।পরে পাদ্যাদি দ্বারা পূজা করিতে হয়।'এতৎ পাদ্যং ওঁ নমঃ শিবায় নমঃ।ইদমর্ঘ্যং ওঁ নমঃ শিবায় নমঃ।ইদমাচনীয়ং ওঁ নমঃ শিবায় নমঃ।ইদং স্নানীয়জলং ওঁ নমঃ শিবায় নমঃ।এষ গন্ধঃ ওঁ নমঃ শিবায় নমঃ।এতৎ পুষ্পং ওঁ নমঃ শিবায় নমঃ।এতৎ সচন্দনবিল্বপত্রঃ ওঁ নমঃ শিবায় নমঃ।এষ ধূপঃ ওঁ নমঃ শিবায় নমঃ।এষ দীপঃ ওঁ নমঃ শিবায় নমঃ।এতৎ সোপকরণনৈবেদ্যং ওঁ নমঃ শিবায় নমঃ।ইদমাচনীয়ং ওঁ নমঃ শিবায় নমঃ'।গৌরীপিঠে (পিনাকের মুলে) 'ওঁ গৌর্য্যে নমঃ' এই মন্ত্র পঞ্চপ্রচারে গৌরীর পূজা করিতে হয়।অনন্তর অষ্টমূর্তির পূজা করিতে হয়।

    ওঁ সর্বায় ক্ষিতিমুর্ত্তয়ে নমঃ (পূর্বে), ওঁ ভবায় জলমুর্ত্তয়ে নমঃ (ঈশানকোণে), ওঁ রুদ্রায় অগ্নিমুর্ত্তয়ে (শক্তি লঙ্ঘন না করিয়া উত্তরে), ওঁ উগ্রায় বায়ুমুর্ত্তয়ে নমঃ (বায়ুকোণে), ওঁ ভীমায় আকাশমুর্ত্তয়ে নমঃ (পশ্চিমে), ওঁ পশুপতয়ে যজমানমুর্ত্তয়ে নমঃ (নৈঋতে), ওঁ মহাদেবায় সোমমুর্ত্তয়ে নমঃ (দক্ষিণে), ওঁ ঈশানায় সূর্যমূর্ত্তয়ে নমঃ(অগ্নিকোণে)।

    সর্বত্র 'এতে গন্ধপুষ্পে' উল্লেখ করিতে হয়।পুষ্পাভাবে 'এতে গন্ধাক্ষতে' বা 'এতদুদকং'।পূজা মাত্রেই এই নিয়ম জানিতে হয়।তৎপরে "ব্রাক্ষাদস্ট্যামাতৃকাভ্যো নমঃ, বৃষভায় নমঃ" এবং "ইন্দ্রাদি দশদিকপালেভ্যো নমঃ"- মন্ত্রে পূজা করিয়া, "নমঃ শিবায়" (দ্বিজাতিগণ ওঁ নমঃ শিবায়) এই মন্ত্রে ১০ বা ১০৮বার জপ করিয়া -"ওঁ গুহ্যাতিগুহ্যগোপ্তা ত্বং গৃহানাস্মৎকৃতং জপং।সিদ্ধির্ভবতু মে দেব তৎপ্রসাদান্মহেশ্বরঃ"।।এই মন্ত্রে জলগণ্ডুষ শিবের দক্ষিণ হস্তের উদ্দেশ্যে দিয়া জপ সমর্পন করিতে হয়।


    শিব প্রণাম- নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্যচক্ষুষে।নমঃ পিণাকহস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ।।নমত্রিশূলহস্তায় দণ্ডপাশাংসিপানয়ে।নমত্রৈলোক্যানাথায় ভূতানাং নমঃ।।শিবায় শান্তায়করণত্রয়হেতবে।নিবেদয়ামি চাত্মানাং ত্বং গতি পরমেশ্বরম।।নমস্তে ত্বং মহাদেব লোকানাং গুরুমীশ্বরম।পুংসামপূর্ণকামানাং কামপুরামরাঙঘ্রিমাম।।তৎপরে দক্ষিণহস্তে অঙ্গুষ্ঠ ও তর্জনী দ্বারা দক্ষিণ গণ্ডে আঘাত করিয়া বম বম শব্দে মুখবাদ্য করিতে হয়।

    ক্ষমা প্রার্থনা- আবাহনং ন জানামি নৈব জানামি পূজনং।বিসর্জনং ন জানামি ক্ষমস্ব পরমেশ্বরঃ।।সংহার মুদ্রার দ্বারা একটি নির্মাল্য লইয়া ঘ্রাণান্তে "মহাদেব ক্ষমস্ব" বলিয়া বিসর্জন পূর্বক শিবের মাথায় একটু জল দিয়া শিবকে কাৎ করিয়া রাখিতে হয়।ঈশানকোনে ত্রিকোণ মণ্ডল করিয়া সংহার মুদ্রা দ্বারা পূজাধার হইতে একটিনির্মাল্য লইয়া ঘ্রাণান্তে তেজোময় দেবতাকে শ্বাসপথ দ্বারা হৃদপদ্মে পুনঃস্থাপন করিতে হয়, এই রূপ করতঃ পূর্বকৃত মণ্ডলে রাখিয়া 'চণ্ডেশ্বরায় নমঃ' বলিয়া নির্মাল্য দ্বারা পুজো করিতে হয়।অনেকে নিত্য শিবপূজা করিয়া সন্তানাদির মঙ্গলার্থ পুনর্বার শিবপূজা করিয়া থাকেন।পূজান্তে দেবতাকে নির্মাল্য রাখিতে নেই।কি দিবা কি রাত্রি সকল সময়েই উত্তরমুখে শিবপূজা কর্ত্তব্য।

    বাণলিঙ্গ শিব পূজা- পার্থিব শিব পূজার পদ্ধতি অনুসারে বাণলিঙ্গের পূজা হয়।কেবল "নমঃ শিবায় নমঃ" স্থলে "হ্রৌং বাণেশ্বরায় নমঃ" বলিতে হয়।কিন্তু ধ্যানের ও প্রণামের মন্ত্র পৃথক।বাণলিঙ্গের এবং প্রতিষ্ঠিত শিবলিঙ্গের প্রতিষ্ঠা ও আবাহন নাই, কেবল ধ্যান, স্নান ও পূজা আছে।কেহ কেহ বেদবিহীন শিবলিঙ্গ স্থলে অষ্টমূর্তি পূজা করেন না।

    বাণলিঙ্গের স্নান মন্ত্র- ওঁ এম্ব্যাকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্দ্ধনং।উর্ব্বাববন্ধনাম্মৃত্যোর্মুক্ষীয় মামৃতাৎ।।পরে কূর্ম্মমুদ্রা দ্বারা পুষ্প লইয়া ধ্যান করিতে হয়।

    ধ্যান- ওঁ ঐং প্রমত্তং শক্তিসংযুক্তং বানাখ্যঞ্চ মহাপ্রভং।কামবাণন্বিতং দেবং সংসারদহনক্ষমং।শৃঙ্গারাদিরসোল্লাসং বাণাখ্যং পরমেশ্বরম।

    প্রণাম মন্ত্র- ওঁ বাণেশ্বরায় নরকার্ণাবতারণায় জ্ঞানপ্রদায় করুণাময়সাগরায়।কর্পূরকুন্দধবলেন্দু জটাধরায় দারিদ্র্যদুঃখদহনায় নমঃ শিবায়।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ