পুরীর গুপ্ত বৃন্দাবন

 


শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন আর শ্রীচতন্যের লীলাক্ষেত্র পুরী।পুরী আর বৃন্দাবনের এই দুই লীলাক্ষেত্র একই সূত্রে গাঁথা পরেছে পুরীর গুপ্ত বৃন্দাবনে।পুরীর স্থানীয় দর্শনীয় স্থান যেমন জগন্নাথ দেবের  বাড়ি পিসিরবাড়ি ইত্যাদির সাথে  জনপ্রিয় স্থান এই গুপ্ত বৃন্দাবন।অটো বা টোটোতে পুরীর মেরিন ড্রাইভ রোড ধরে সমুদ্রের ধার বরাবর লাইট পর্যন্ত এসে ডানদিকের রাস্তা ধরে আরো কিছুটা এগিয়ে গেলে পৌঁছে যাওয়া যায় গুপ্ত বৃন্দাবন।


    পার্কিং চার্জ ১০টাকা এবং আশ্রমে প্রবেশমূল্য ৫ টাকা।এই গুপ্ত বৃন্দাবনের আরেক নাম গৌর বিহার আশ্রম।শ্রী চৈতন্যদেব যখন পুরীতে ছিলেন তখন এই গৌড় বিহার আশ্রমে এসে সাধনা করতেন পরে তার শিষ্য রমাদাসী এখানে সাধন-ভজন করেন।এই আশ্রমের বর্তমান এই রূপ দিয়েছেন মোহান্ত সুবল চরণ দাস।

    আশ্রমের ভেতরে প্রবেশ করে যে দৃশ্য প্রথমে চোখে পড়ে তা একদম অন্যরকম।গাছগাছালিতে ভরা এক গ্রামীণ পরিবেশে রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের রূপ।ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাখেলা, গোপীদের বস্ত্রহরণ, বামন অবতার, কালিয়নাগ দমন ইত্যাদি পৌরাণিক গাঁথা।



    

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ