তীর্থভ্রমণে মোক্ষলাভ

 সপ্তবদ্রী:-

  • শ্রীবদ্রীনাথধাম 
  • আদিবদ্রী 
  • বৃদ্ধবদ্রী 
  • ভবিষ্যবদ্রী 
  • যোগবদ্রী 
  • তিব্বতের থলিঙ্গমঠের মধ্যে আদিবদ্রী 
  • নৃসিংহবদ্রী 
সবগুলি হিমালয়ে অবস্থিত।

 পঞ্চনাথ:-

  • উত্তরে- শ্রীবদ্রীনাথ 
  • দক্ষিণে- শ্রীরঙ্গনাথ(শ্রীরঙ্গম)
  • পূর্বে- শ্রীজগন্নাথ 
  • পশ্চিমে- শ্রীদ্বারকানাথ 
  • মধ্যে- শ্রীগোবর্ধননাথ (শ্রীনাথদ্বারা, রাজস্থান)

পঞ্চকাশী:-

  • কাশী- (বারাণসী)
  • গুপ্তকাশী- (কেদারনাথের পথে)
  • উত্তরকাশী- (যমুনেত্রীর পথে)
  • দক্ষিণকাশী- (তেঙ্কাশী) ত্রিবান্দ্রাম থেকে বাসে বা বিরুধনগর থেকে ট্রেনে।
  • শিবকাশী- (বিরুধনগর) ত্রিবান্দ্রাম লাইনে।

সপ্তস্বরস্বতী:-

  • সুপ্রভা- পুষ্কর 
  • কাঞ্চনাক্ষী- নৈমিষ 
  • বিশালা- গয়া 
  • মনোরমা- উত্তর।কোশল 
  • ভোগবতী- কুরুক্ষেত্র 
  • বিমলোদকা- হিমালয় 

সপ্তগঙ্গা:-

  • ভাগীরথী 
  • বৃদ্ধগঙ্গা- (বুড়ীগঙ্গা)
  • কালিন্দী 
  • সরস্বতী 
  • কাবেরী 
  • নর্মদা 
  • বেণী 

সপ্ত পুণ্যনদী:-

  • গঙ্গা 
  • যমুনা 
  • গোদাবরী 
  • সরস্বতী 
  • নর্মদা 
  • সিন্ধু 
  • কাবেরী 

সপ্তক্ষেত্র:-

  • কুরুক্ষেত্র- (হরিয়ানা)
  • হরিহরক্ষেত্র- (শোনপুর)
  • প্রভাসক্ষেত্র- (গুজরাট)
  • রেনুকাক্ষেত্র- (উত্তরপ্রদেশ, মথুরা)
  • ভৃণ্ডক্ষেত্র- (ভরুচ)
  • পুরুষোত্তমক্ষেত্র- (জগন্নাথ-পুরী)
  • সুকরক্ষেত্র- (শারোঁ)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ