ওঁ নমো ব্রাহ্মণ্যদেবায় গো-ব্রহ্মণহিতায় চ।
জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।।
পাপোহহং পাপকর্ম্মাহং পাপাত্মা পাপসম্ভবঃ।
ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্ব্বপাপহরো হরি।।
শ্রীকৃষ্ণের প্রনাম মন্ত্র
কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ।
অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ।।
হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধো জগৎপতে।
গোপেশ গোপীকাকান্ত রাধাকান্ত নমোহস্তুতে।।
শ্রীনন্দ রাখিলো নাম নন্দের নন্দন।১
যশোদা রাখিলো নাম যদু বাছাধন।।২
উপানন্দ নাম রাখে সুন্দর-গোপাল।৩
ব্রজবালক নাম রাখে ঠাকুর-রাখাল।।৪
সুবল রাখিলো নাম ঠাকুর-কানাই।৫
শ্রীদাম রাখিলো নাম রাখাল-রাজা ভাই।।৬
ননীচোরা নাম রাখে যতেক গোপিনী।৭
কালোসোনা নাম রাখে রাধা-বিনোদিনী।।৮
কুব্জা রাখিলো নাম পতিত-পাবন-হরি।৯
চন্দ্রাবলী নাম রাখে মোহন-বংশীধারী।।১০
অনন্ত রাখিলো নাম অন্ত না পাইয়া।১১
কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া।।১২
কণ্বমুনি নাম রাখে দেবচক্রপাণি।১৩
বনমালী নাম রাখে বনের হরিণী।।১৪
গজহস্তী রাখে নাম শ্রীমধুসূদন।১৫
অজামিল নাম রাখে দেব নারায়ণ।।১৬
পুরন্দর নাম রাখে দেব শ্রীগোবিন্দ।১৭
দ্রৌপদী রাখিলো নাম দেব দীনবন্ধু।।১৮
সুদাম রাখিলো নাম দারিদ্র্য-ভঞ্জন।১৯
ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন।।২০
দর্পহারী নাম রাখে অর্জ্জুন সুধীর।২১
পশুপতি নাম রাখে গরুড় মহাবীর।।২২
যুধীষ্ঠির নাম রাখে দেব যদুবর।২৩
বিদুর রাখিলো নাম কাঙ্গাল-ঈশ্বর।।২৪
বাসুকি রাখিলো নাম দেব-সৃষ্টি-স্থিতি।২৫
ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথি।।২৬
নারদ রাখিলো নাম ভক্ত-প্রাণধন।২৭
ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী-নারায়ণ।।২৮
সত্যভামা নাম রাখে সত্যের সারথি।২৯
জাম্বুবতী নাম রাখে দেব যোদ্ধাপতি।।৩০
বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার।৩১
অহল্যা রাখিলো নাম পাষান-উদ্ধার।।৩২
তৃগুমুনি নাম রাখে জগতের হরি।৩৩
পঞ্চমুখে হরিনাম গান ত্রিপুরারি।।৩৪
কুঞ্জকেশী নাম রাখে বলী সদাচরী।৩৫
প্রহ্লাদ রাখিলো নাম নৃসিংহ-মুরারী।।৩৬
বশিষ্ঠ রাখিলো নাম মুনি-মনোহর।৩৭
বিশ্বাবসু নাম রাখে নবজলধর।।৩৮
সম্বর্ত্তক রাখে নাম গোবর্দ্ধনধারী।৩৯
প্রাণপতি নাম রাখে যত ব্রজনারী।।৪০
অদিতি রাখিলো নাম আরতি-সূদন।৪১
গদাধর নাম রাখে যমল-অর্জ্জুন।।৪২
মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল।৪৩
দয়ানিধি রাখে নাম দরিদ্র সকল।।৪৪
বৃন্দাবন-চন্দ্র নাম রাখে বৃন্দাদূতী।৪৫
বিরাজ রাখিলো নাম যমুনার পতি।।৪৬
বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি।৪৭
লক্ষ্মীপতি রাখে নাম সুমন্ত সারথি।।৪৮
সন্দীপনি নাম রাখে দেব অন্তর্য্যামী।৪৯
পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী।।৫০
পদ্মযোনি নাম রাখে অনাদির আদি।৫১
নট-নারায়ণ নাম রাখিলো সম্বাদি।।৫২
হরেকৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম।৫৩
লোলিতা রাখিলো নাম দুর্ব্বাদল-শ্যাম।।৫৪
বিশাখা রাখিলো নাম অনঙ্গমোহন।৫৫
সুচিত্রা রাখিলো নাম শ্রীবংশীবদন।।৫৬
আয়ান রাখিলো নাম ক্রোধ-নিবারণ।৫৭
চণ্ডকেশী নাম রাখে কৃতান্ত-শাসন।।৫৮
জ্যোতিষ্ক রাখিলো নাম নীলকান্তমণি।৫৯
গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী।।৬০
ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ।৬১
দুর্ব্বাসা রাখেন নাম অনাথের নাথ।।৬২
রাসেশ্বর নাম রাখে যতেক মালিনী।৬৩
সর্ব্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী।।৬৪
উদ্ধব রাখিলো নাম মিত্র-হিতকরী।৬৫
অক্রূর রাখিলো নাম ভব-ভয়হারী।।৬৬
গুঞ্জমালি নাম রাখে নীল-পীতবাস।৬৭
সর্ব্ববেত্তা নাম রাখে দ্বৈপায়ণ ব্যাস।।৬৮
অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর।৬৯
সুরলোক রাখে নাম অখিলের সার।।৭০
বৃষভানু নাম রাখে পরম ঈশ্বর।৭১
স্বর্গবাসী নাম রাখে দেব পরাৎপর।।৭২
পুলোমা রাখিলো নাম অনাথের সখা।৭৩
রসসিন্ধু নাম রাখে সখি চিত্রলেখা।।৭৪
চিত্ররথ নাম রাখে আরতি-দমন।৭৫
পুলস্ত্য রাখিলো নাম নয়ন রঞ্জন।।৭৬
কাশ্যপ রাখিলো নাম রাষ্-রাসেশ্বর।৭৭
ভান্ডারীক নাম রাখে পূর্ণ-শশধর।।৭৮
সুমালী রাখিলো নাম পুরুষ প্রধান।৭৯
পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ।।৮০
রজকিনী নাম রাখে ননদের দুলাল।৮১
আল্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল।।৮২
দৈবকী রাখিলো নাম নয়নের মনি।৮৩
জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞবাল্ক্য মুনি।।৮৪
অত্রিমুনি নাম রাখেন কোটি-চন্দ্রেশ্বর।৮৫
গৌতম রাখিলো নাম দেব বিশ্বম্ভর।।৮৬
মরীচি রাখিলো নাম অচিন্ত অচ্যুত।৮৭
জ্ঞানাতীত রাখে নাম শৌনকাদি সুত।।৮৮
রুদ্রগণ নাম রাখে দেব-মহাকাল।৮৯
বসুগন নাম রাখে ঠাকুর দয়াল।।৯০
সিদ্ধগণ নাম রাখে পুতনা-নাশন।৯১
সিদ্ধার্থ রাখিলো নাম কপিল তপোধন।।৯২
বাগুড়ী রাখিলো নাম অগতির গতি।৯৩
মৎসগন্ধা নাম রাখে ত্রিলোকের পতি।।৯৪
শুক্রাচার্য নাম রাখে অখিল-বান্ধব।৯৫
বিষ্ণুলোকে নাম রাখে দেব শ্রীমাধব।।৯৬
যদুগন রাখে নাম যদুকুলপতি।৯৭
অশ্বিনীকুমার নাম রাখে সৃষ্টি-স্থিতি।।৯৮
অর্য্যমা রাখিলো নাম কাল-নিবারণ।৯৯
সত্যবতী নাম রাখে অজ্ঞান-নাশন।।১০০
পদ্মাক্ষ রাখিলো নাম ভ্রমর-ভ্রমরী।১০১
ত্রিভঙ্গ রাখিলো নাম যত সহচরী।।১০২
বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপমঞ্জরী।১০৩
মাধুরী রাখিলো নাম গোপ-মনোহারী।।১০৪
মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট-পূরণ।১০৫
কুটিলা রাখিলো নাম মদন-মোহন।।১০৬
মঞ্জরী রাখিলো নাম কর্মবন্ধনাশ।১০৭
ব্রজবধু নাম রাখে পূর্ণ-অভিলাষ।।১০৮
0 মন্তব্যসমূহ