রামনবমীর ব্রত

 


রামনবমীর দিনে উপবাসী থেকে এই ব্রত করতে হয়।পিতৃপুরুষের তর্পন করতে হয়।দশমীর দিন ব্রহ্মান ভোজন করিয়ে ব্রতকথা শুনে পারণ করতে হয়।

ব্রতের দ্রব্য- পঞ্চগুঁড়ি, পঞ্চগব্য, তিল, হরীতকী, ফুল, দূর্বা, তুলসী, বেলপাতা, ফুলমালা, ধুপ, দীপ, ধুনা, দধি, মধু, ঘৃত,                         রামচন্দ্রের ধুতি, সীতার ও কৌশল্যার শাড়ী, আসনাঙ্গুরীয়, মধুপর্ক বাটি, নৈবেদ্য, কুচা নৈবেদ্য, উপকরণ ও ভোগের দ্রব্য, দক্ষিনা।

ব্রতকথা- অযোধ্যার রাজা দশরথের পুত্র না হওয়ায় খুব দুঃখে ছিলেন।তখন কুলগুরু বশিষ্ঠের উপদেশে রাজা সস্ত্রীক                         শিবদুর্গা মন্ত্র জপ করতে লাগলেন।রাজার ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে দেখা দিয়ে পুত্রেষ্টি যজ্ঞ করতে বললেন।দশরথ অনেক চেষ্টা করে ঋষ্যশৃঙ্গ মুনিকে আনিয়ে যজ্ঞ করালেন।সেই যজ্ঞের চারু খেয়ে কৌশল্যা গর্ভবতী হলেন।তারপর চৈত্র শুক্ল পক্ষের নবমী তিথিতে, পুনর্বসু নক্ষত্র উদয়কালে, শুভযাগে, শুভলগ্নে ভগবান নারায়ণ রামচন্দ্র রূপে কৌশল্যার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন।রাজ্যে খুব আনন্দ উৎসব হলো।এই দিনটি খুবই পুণ্যদিন।একেই বলা হয় রামনবমী। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ