তীর্থভ্রমণে মোক্ষলাভ (সপ্তপুরী)

সপ্তপুরী:-

১. কাশী-
    জেলা- বারাণসী
       উত্তরপ্রদেশের প্রসিদ্ধ শহর।



২. কাঞ্চীপুরী-
    জেলা- কাঞ্চীপুরম
       মাদ্রাজ হইতে চিংলেপুট হইয়া কাঞ্চীপুরম রেলওয়ে স্টেশন।মাদ্রাজ থেকে নিয়মিত বাসও চলাচল করে। 



৩. মায়াপুরী-
    জেলা- হরিদ্বার 
        উত্তরপ্রদেশের একটি বিখ্যাত তীর্থস্থান।ভারতের প্রায় সমস্ত জায়গা হইতে ট্রেনে যাওয়া যায়।



৪. অযোধ্যাপুরী-
    উত্তরপ্রদেশের সরযূ নদীর তীরে অবস্থিত, ভগবান শ্রীরামচন্দ্রের জন্মভূমি।মোগলসরাই-লখ্নৌ লাইনে অযোধ্যা স্টেশন।


৫. দ্বারকাপুরী- 
    চারধামের একধাম ও সপ্তপুরীর এক পুরী।



৬. মথুরাপুরী-
    শ্রীকৃষ্ণের জন্মভূমি, উত্তরপ্রদেশের যমুনা নদীর তীরে অবস্থিত।গোরক্ষপুর লাইনে বা মুম্বাই-কোটাদিল্লী লাইনে মথুরা রেলওয়ে স্টেশন।আগ্রা শহর থেকে বাসে অল্প সময়ের পথ। 



৭. অবন্তিকাপুরী-
    জেলা- উজ্জয়িনী  
      মধ্যপ্রদেশের শিপ্রা নদীর তীরে অতি প্রাচীন নগর।ভূপাল থেকে অথবা ইন্দোর থেকে রেলপথে যাওয়া যায়।ভুপাল, ইন্দোর, রটলাম ও মান্ডু থেকে নিয়মিত বাস যায়।  
  



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ