তীর্থভ্রমণে মোক্ষলাভ(পঞ্চকেদার)

 পঞ্চকেদার:- 

ভগবান মহাদেব একবার মহিষরূপ ধারণ করেন।তাঁর সেই মহিষরূপের বিভিন্ন অঙ্গ পঞ্চস্থানে প্রতিষ্ঠিত হয়।এই স্থান সমূহই পঞ্চকেদার।

১. শ্রীকেদারনাথ-



    প্রধান কেদার।এখানে মহিষরূপী শিবের পৃষ্ঠভাগ প্রতিষ্ঠিত।

        যাত্রাপথ- উত্তর প্রদেশের হৃষিকেশ থেকে বাসে শোন প্রয়াগ, তারপর গাড়িতে গৌরীকুন্ড।এখন থেকে তুষারাবৃত পাহাড়ের ওপর হাঁটাপথ।

২. শ্রীমধ্যমেশ্বর-



    মহিষরূপী শিবের নাভি প্রতিষ্ঠিত।

        যাত্রাপথ- ঊশীমঠ থেকে হাঁটাপথ।

৩. শৃতুঙ্গনাথ- 



    মহিষরূপী শিবের বহু প্রতিষ্ঠিত।

            যাত্রাপথ- কেদারনাথ থেকে বদ্রীনাথ যাওয়ার পথে সর্বোচ্চ পর্বত শিখরে অতি দুর্গম পথে অবস্থিত।

৪. শ্রীরুদ্রনাথ- 



    এখানে মহিষরূপী শিবের মুখ প্রতিষ্ঠিত।

            যাত্রাপথ- তুঙ্গনাথ শিখর থেকে মণ্ডলচটি--এখান থেকে হাঁটাপথ।

৫. শ্রীকল্পেশ্বর-



    এখানে মহিষরূপী শিবের জোত প্রতিষ্ঠিত।

        যাত্রাপথ- হেলঙ্গ থেকে প্রধান রাস্তা ছেড়ে অলকনন্দা নদীর পুল পেরিয়ে প্রায় ৭ কিলোমিটার।এই স্থানের নাম উরগম। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ