সরস্বতী পুজোর বিধিঃ

     

পূজার কাল বা সময়---
পূর্ব্বাহ্ণ কৃত্য।চান্দ্র মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয়।প্রথমে আচমন, বিষ্ণুস্মরণ, স্বতিসূক্ত (ওঁ সূর্য্যঃ, সোমো ইত্যাদি), গন্ধাদি অর্চনা, (ঘন্টাদি শঙ্খ ও উলুধ্বনি সহ ), সংকল্প সংকল্প সুক্ত --- পূজার উপাচার লইয়া (কুশীতে তিল, হরিতকী ও পুষ্প) বলিতে হইবে --- বিষ্ণুরোম তৎসদদ্য মাঘে মাসি শুক্লেপক্ষে পঞ্চম্যাং তিথৌ অমুক গোত্রঃ (নিজের গোত্র) শ্রী অমুক দেবশর্মা (নিজের নাম) শ্রীসরস্বতী প্রীতিকামো গণপত্যাদি নানা দেবতা পূজাপূর্বক শ্রীসরস্বতী পূজামহং করিষ্যে।
    এরপর সামান্যর্ঘ্য, জলশুদ্ধি, আসনশুদ্ধি, করশুদ্ধি, পুষ্পশুদ্ধি, ঘটস্থাপন, দ্বারদেবতা পূজা, ভূতাপসরণ, গণেশাদির অর্চনা (গণেশ, দূর্গা, বায়ু, আকাশ ও অশ্বিনীকুমারদ্বয়), শিবাদিপঞ্চদেবতার অর্চনা, আদিত্যাদি নবগ্রহ অর্চনা (আদিত্য, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু), ইন্দ্রাদি দশদিকপাল অর্চনা (ইন্দ্র, অগ্নি, যম, নৈঋত, বরুন, বায়ু, কুবের, ঈশান, ব্রহ্মা ও অনন্ত) ---- এতে গন্ধপুষ্পে ওঁ ইন্দ্রায় নমঃ ইত্যাদি।মৎস্যাদি দশাবতার এতে গন্ধপুষ্পে ওঁ মৎস্যাদি দশবতারেভ্যো নমঃ।তারপর প্রাণায়াম করন্যাস অঙ্গন্যাস ইত্যাদি।পরে সরস্বতীর ধ্যান ও মনসাপূজা, বিশেষার্ঘ্য স্থাপন।
        ধ্যান-- ওঁ তরুণশকলমিন্দো বিভ্রতী শুভ্রকান্তিঃ কুচভারনমিতাঙ্গী সন্নিষন্না সিতাব্জে।নিজ-কর-কমলোদ্যল্লেখী পুস্তকশ্রী।সকলবিভবসিদ্ধ্যেই পতুর্ব্বাগদেবতা নমঃ।।
    মূর্তি হইলে প্রাণ প্রতিষ্ঠা ও চক্ষুদান।সরস্বতীর (ওঁ ভূর্ভুবঃ স্ব সরস্বতী দেবী ইহা গচ্ছ ইত্যাদি) মানস প্রচারে পূজা।মানসপূজার পর পুনরায় করন্যাস, অঙ্গন্যাস এবং সরস্বতীর পুনর্ধ্যান (ওঁ তরুণকলমিন্দো...)। এর পর সরস্বতীর পূজা (মন্ত্র – ওঁ ঐং সরস্বতেই নমঃ) পঞ্চপ্রচারে (গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য ) অথবা দশোপচারে (পাদ্য, অর্থ, আচমনীয় স্নানীয়, পুনরাচমনীয়, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নৈবেদ্য) অথবা ষোড়শপচারে (আসন, স্বাগত, পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, পুনরাচমনীয়, বসন, আভরণ, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, পানীয়, পুনরাচমনীয়, তাম্বুল ও বন্দনা)। এই সময়ে নৈবেদ্যের পরে ফলমূলাদি এবং অন্যান্য উপচার উৎসর্গ করিবে এবং পানার্থ জল দিবে এবং ভোগ থাকলে ভোগ নিবেদন করিবে।সরস্বতীর বাহন হংসের পূজা করিবে, পূজা- ওঁ দেবী বাহনায় হংসায় নমঃ।। (পরে লেখনী মস্যাধার ও তারযন্ত্রাদির পূজা করিবে)। মন্ত্র যথা--এতে গন্ধপুষ্পে ওঁ লেখন্যই নমঃ, ওঁ মস্যাধারায় নমঃ, ওঁ পুস্তকেভ্যো নমঃ, ওঁ তারযন্ত্রাদিভ্যো নমঃ।এরপর শ্রীশ্রী লক্ষ্মীপূজা।লক্ষ্মীর অর্চনা করিয়ে পূজা, ধ্যান ও স্তব করিবে।
    লক্ষ্মীপূজার পর এতে গন্ধপুষ্পে ওঁ সরস্বতী পরিবারেভ্যঃ নমঃ। পরে সর্বদেবদেবীর পূজা “এতে গন্ধ পুষ্পে ওঁ সৰ্ব্বদেবদেবীভ্যো নমঃ।" পরে পুষ্পাঞ্জলি প্রদান মন্ত্রপাঠ (৩ বার)।
     সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র--- (৩ বার) ও ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ-বেদান্ত-বেদাঙ্গ-বিদ্যাস্থানেভ্যঃ এব চ।। এষ সচন্দন-বিল্বপত্র-পুষ্পাঞ্জলিঃ ওঁ ঐং শ্রীশ্রীসরস্বত্যৈ নমঃ।।প্রাণায়াম, অঙ্গন্যাস, করন্যাস, মূলমন্ত্র জপ এবং জপ বিসর্জন।
    প্রণাম মন্ত্র— ওঁ জয় জয় দেবী চরাচরসারে কুচযুগশোভিত মুক্তাহারে। বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতি ভারতি দেবী নামোহস্তুতে।।ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমোহস্তুতে।।
    সরস্বতীর স্তব— শ্বেতপদ্মাসনা দেবী শ্বেতপুষ্পোপশোভিতা।শ্বেতাম্বরধরা নিত্যা শ্বেতগন্ধানুলেপনা ৷৷ শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা। শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারভূষিতা বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈরচিতা দেবদানবৈঃ।পূজিতা মুনিভিঃ সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা।। স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্।যে স্মরতি ত্রিসন্ধ্যায়াং সৰ্ব্বাং বিদ্যাং লভন্তি তে।। 
    প্ৰাৰ্থনা মন্ত্ৰ— ওঁ যা কুন্দেন্দু তুষারহারধবলা যা শ্বেতপাসনা, যা বীণাধর-দণ্ড মণ্ডিতভুজা যা শুভ্রাবস্ত্রাবৃতা। যা ব্রহ্মাচ্যুত শঙ্কর-প্রভৃতিভিদেবৈঃ সদা বন্দিতা, সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জাড্যপহা।। যথা ন দেবো ভগবান্ ব্রহ্মা লোক পিতামহঃ ত্বাং পরিত্যজ্য সন্তিষ্ঠেৎ তথা ভব বরপ্রদা।। বেদাঃ শাস্ত্রাণি সৰ্ব্বাণি নৃত্যগীতাদিকঞ্চ যৎ। ন বিহীনং ত্বয়া দেবি তথা মে সন্তঃ সিদ্ধয়ঃ।। লক্ষ্মীর্ম্মেধা ধারা পুষ্টিঃ, গৌরী তুষ্টিঃ।প্ৰভা ধৃতিঃ।এতাভিঃ পাহি তনুভিরষ্টাভিমাং সরস্বতি।
পরে আরতি (ঘণ্টাবাদ্য, শঙ্খ, উলুধ্বনি সহ)। আরতির পর দক্ষিণান্ত, পুনরায় ঘণ্টাবাদন, শঙ্খধ্বনি ও উলুধ্বনি। দক্ষিণাস্তের পর বিসর্জন এবং সর্বশেষে শান্তিজল (ওং স্বস্তি ন ইন্রো....) ঘণ্টাবাদন, শঙ্খধ্বনি ও | উলুধ্বনি দ্বারা পূজা সমাপ্ত হইবে।
 হোম করিতে হইলে আরতির পর করণীয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ